প্রিয় প্রজন্ম || Priyo Projonmo
রাজাকারের বাড়ি সাইনবোর্ড সারাদেশে লাগাতে হবে
রাজাকারের বাড়ি সাইনবোর্ড সারাদেশে লাগাতে হবে

ঠাকুরগাঁওর মির্জা ফখরুলের বাড়ির সামনেও লাগাতে হবে রাজাকারের বাড়ি সাইনবোর্ড। মির্জা ফখরুলের বাড়ির সামনে সাইনবোর্ড লাগবে দুটি। আরেকটি সাইনবোর্ডে লেখা থাকবে ‘বাতাস ভবন’। মির্জা ফখরুল এখন ফেরেস্তা সেজেছেন! ফেরেস্তার মতো কথা বলেন! অথচ বিএনপির ২০০১-২০০৬ মেয়াদে যখন তিনি মুক্তিযোদ্ধার তালিকায় নাম তোলেন, তখন দেশের ওই এলাকার দুর্নীতির হেডকোয়ার্টার হওয়ায় ঢাকার হাওয়া ভবনের আদলে ফখরুলের ঠাকুরগাঁওর বাড়ির নাম তখন বাতাস ভবন হয়েছিল। ইকবাল মির্জা আপনার কি হয় ফখরুল সাহেব? মির্জা রুহুল আমিন চখা মিয়া দেশের কোন রনাঙ্গনে বাংলাদেশের জন্যে যুদ্ধ করেছেন? মির্জা সাহেবকে এসব স্পষ্ট করে ফেরেস্তা সাজতে হবে। খেয়াল করবেন আজকাল মির্জা ফখরুল আর আমীর খসরুলের কথাবার্তায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম উচ্চারনে আগুন ঝরে! কারন তাদের শরীরের যে রাজাকারের রক্ত।

রোববার, ৩০ অক্টোবর ২০২২, ১০:২২

সাজিদ জাভিদ প্রধানমন্ত্রী হলে কী বলা হতো পাকিস্তানিদের বিলাত জয়!
সাজিদ জাভিদ প্রধানমন্ত্রী হলে কী বলা হতো পাকিস্তানিদের বিলাত জয়!

ব্রিটিশ রাজনীতিতে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূতদের প্রতিনিধি ঋষি সুনাককে ১০নং ডাইনিং স্ট্রিটের চাবি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বেশি সংখ্যক এমপিদের সমর্থন থাকলেও শুরুতে টোরি দলের ভোটাররা তাকে এড়িয়ে লিজ ট্রাসকে বেছে নেন। লিজ ব্যর্থ হবার পর উপায়হীন ঋষিকে বেছে নেয়া হয়েছে। এটাকে ভারতীয়দের বিলাত জয় বলা কী সঙ্গত হবে? এক্ষেত্রে সাজিদ জাভিদ যদি প্রধানমন্ত্রী হয়ে গেলে এটাকে কী পাকিস্তানীদের বিলাত জয় বলা হতো কী? পাকিস্তানি বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের মাধ্যমে কিন্তু বরিস জনসনের পতন শুরু হয়েছিল। এরপরও এখন পর্যন্ত বিজয়ী ঋষি সুনাক অভিনন্দন।

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২, ২০:০৯

নারায়ে তকবিরওয়ালাদের বাঙালি পরাজিত করেছে মুক্তিযুদ্ধে
নারায়ে তকবিরওয়ালাদের বাঙালি পরাজিত করেছে মুক্তিযুদ্ধে

দলের স্থায়ী কমিটির সদস্য হলেও যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর ফাঁসির পর একটি ইন্নালিল্লাহ বলা বা মিলাদ পড়ানোর সাহস করেনি বিএনপি। এখন যুদ্ধাপরাধীর ছাওবাচ্চার নারায়ে তকবির শ্লোগান, যুদ্ধাপরাধীকে শহীদ বলার পর বিএনপি বলেছে এসব বক্তব্য তাদের দলীয় বক্তব্য নয়। তাদের দলীয় শ্লোগান নয় নারায়ে তকবির। কিন্তু বিএনপি যাই বলুক যুদ্ধাপরাধীর ছাও বাচ্চার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপি দায় তারা এড়াতে পারেনা। এই ছাওবাচ্চার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সরকারি দলের নেতারা মেঠো বক্তৃতায় যা বলছেন এর প্রতিফলন দেখাতে হবে আইনি উদ্যোগে।

শনিবার, ১৫ অক্টোবর ২০২২, ১৬:৫৯