আওয়ামী লীগ ছাড়ল আরেক খন্ড জাসদ
বাংলাদেশ জাসদের সিপিবি, বাসদ-খালেকুজ্জামান, পঙ্কজ-ন্যাপ, গনফোরাম-মন্টুদের নিয়ে জোট করার আশা। তিন খন্ড জাসদই এখন স্বতন্ত্র সাহসহীন সোনালী অতীত সংঘের তিন খন্ড। জাসদ ছিল একটি সময়ের বিপ্লবের নাম। টাইম মেশিনে সেই সময়ে আর ফিরে যাবার নয়।
জাসদও তাই আর এখন কোন মূলধারা নয়। অথচ জাসদের ডাঃ মিলনের আত্মাহুতির ঘটনায় দেশে এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সূচনা করেছিল। এত নেতা-কর্মীর আত্মত্যাগ আর রক্তের মচ্ছবের পরও বাংলাদেশের আর কোন দল কী এমন দিকহারা হয়েছে?
রোববার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:২৮