প্রিয় প্রজন্ম || Priyo Projonmo
যে কারনে আইভি ভাবছেন তিনি জিতবেনই
যে কারনে আইভি ভাবছেন তিনি জিতবেনই

আওয়ামী লীগের নৌকা প্রাপ্ত সেলিনা হায়াত আইভি ভোটের প্রয়োজনে হলেও দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা কেন করলেননা? না এন্টি শামীম ওসমান বা ওসমান পরিবার বিরোধী ভোটব্যাংক জয় করে করে নির্বাচনে জিতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন? এবার কিন্তু কঠিন হবে। কারন তিনি সরকারি দলের প্রার্থী। মেগা প্রজেক্টের চাইতে চাল-আলু-পিয়াজের দাম ভোটের বাজারে প্রভাব ফেলে বেশি। আইভি কী বুঝে গেছেন যে সরকার এই নির্বাচনে হারতে চাইবেনা? অতএব তিনি জিতবেনই! সেভাবে জিতলে কিন্তু আইভির মৃত্যু হবে। ভোটের আগে তেমন ধারনার সৃষ্টি হলে ভোটাররা ভোট দিতে যাবেনা।

বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ০৫:১৬

নারায়নগঞ্জে আওয়ামী লীগের কবর খুঁড়ছে আওয়ামী লীগ
নারায়নগঞ্জে আওয়ামী লীগের কবর খুঁড়ছে আওয়ামী লীগ

শেখ হাসিনা যে এই নির্বাচনে হারতে চাননা এর প্রমান নানাভাবে দিয়েছেন। ফোন করে নিয়েছেন তাঁর আইভীর কী খবর। জাহাঙ্গীর কবির নানক ‘জীবন থাকতে আর নৌকা পেতে দেবোনা’ হুমকিতে শামীম ওসমানরা কিছু বলেননি। মনে কষ্ট পাননি। অথবা পাত্তা দেননি। কিন্তু আইভী যখন বলেছেন, গড ফাদার, শামীম ওসমানও তখন ঝাঁপিয়ে পড়েছেন!  নতুন দৈনিক আজকের পত্রিকাকে শামীম ওসমান বলেছেন তাকে গডফাদার বলে আইভী শেখ হাসিনাকে অপমান করেছেন। কারন শেখ হাসিনা তাকে এমপি পদে মনোনয়ন দিয়েছেন। এভাবে শামীম ওসমান, তার মুরিদান সবাই যার যার মতো করে শেখ হাসিনার অপমান নিয়ে চিন্তিত! কিন্তু আইভী হেরে গেলে তাতে কি শেখ হাসিনার অপমান হবেনা? ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এমনিতে দেশজুড়ে আওয়ামী লীগারদের লন্ডভন্ড অবস্থা। নারায়নগঞ্জে-ফেসবুকে আওয়ামী লীগাররা দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে কিভাবে নিজের পায়ে কুড়াল মারতে হয়! দূঃখিনী এক নেত্রীর নাম শেখ হাসিনা। যিনি দিনেরাতে পরিশ্রম করে একক উদ্যোগে এই দলটিকে ক্ষমতায় এনেছেন, ক্ষমতায় ধরে রেখেছেন। আর ক্ষমতার কারনে পেটমোটারা শেখ হাসিনার কথা একবারও ভাবলোনা। নারায়নগঞ্জে আওয়ামী লীগ নিজেরা নিজেদের কবর খুঁড়ছে।

রোববার, ৯ জানুয়ারি ২০২২, ১৬:৪১

মুরাদের বৌ পিটানোর তদন্ত করা যাবে কিনা এর অনুমতি দেবেন স্পিকার!
মুরাদের বৌ পিটানোর তদন্ত করা যাবে কিনা এর অনুমতি দেবেন স্পিকার!

বাংলাদেশের পুলিশ আলীমুদ্দিন-জমিরুদ্দিনকে গ্রেফতারের সময় আদালত বা কারো নির্দেশের অপেক্ষা করেনা। মুরাদ হাসানের চিকিৎসক স্ত্রীও এখানে তাদের কাছে মূখ্য নয়! এসব খবরও বিদেশে যায়। বিদেশে বাংলাদেশিদের নানান মামলায় এসবের তথ্য উপাত্ত ব্যবহৃত হয়। বাংলাদেশের নেতারা তখন এসবে ষড়যন্ত্র খোঁজেন! তবু দেশের আইনের শাসনের উন্নতিতে তারা রাজি নন! মুরাদ হাসানও আলোচনায় থাকবেন। কারন বাংলাদেশের নারী-গৃহবধূদের সিংহভাগ ক্ষেত্রে সংসার রক্ষায় এসব ঘটনা চেপে যান। থানা পুলিশ পর্যন্ত যাননা। মুরাদ হাসানের স্ত্রী ডাঃ জাহানারা এহসানের সম্ভবত সহ্যের সীমা অতিক্রম করেছিল।

শনিবার, ৮ জানুয়ারি ২০২২, ১৬:৫০