প্রিয় প্রজন্ম || Priyo Projonmo

"দেশের স্বার্থে"

আজ থেকে২০ বছর পরেও রাও সাহেবের সেই মুখ আমার হৃদয়ে ভাস্বর। নিজের দেশের স্বার্থে নিজের দেশের রপ্তানিকে ত্বরান্বিত করার জন্য একজন কূটনীতিকের কি ধরনের মনিটরিং, কি ধরনের লেখাপড়া তা প্রত্যক্ষ করেছিলাম, তা ছাড়াও তাঁর ছিল দেশের প্রতি একটা মমত্ববোধ অঙ্গীকার, যে অঙ্গীকার থেকে আমার মত অতি সাধারণ মানুষের সাথে কত সৌহার্দপূর্ণ পূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন এই অসাধারণ কূটনীতিক। আমি আমার কর্ম জীবনে বহু দেশ ভ্রমণ করেছি বাংলাদেশের মিশনগুলো যদি রাও সাহেবের মত কর্মকর্তা থাকতেন তাহলে বোধহয় আমাদের বাণিজ্যিক কূটনীতি অনেক প্রসারিত হতো। খুবই জানতে ইচ্ছে করে, হামিদ আলী রাও এখন কেমন আছেন। নিশ্চয়ই অবসর জীবন যাপন করছেন, তার দেশপ্রেম আমার মনে হয় আজও অটুট আছে। নিজ নিজ অবস্থান থেকে সবারই দেশের জন্য কিছু করা উচিত, দেশের স্বার্থে দেশের প্রয়োজনে নিজের জীবনকে নিয়োজিত রাখা উচিত ।